স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ ‘রিট্রিট সিরিমনি’
নিউজ ডেস্ক
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ কর্তৃক যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৬ মার্চ) বিকালে বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-আগরতলা, বেনাপোল-পেট্রাপোল ও বাংলাবান্ধা-ফুলবাড়ী সমন্বিত চেক পোস্টগুলোতে (আইসিপি) জমকালো আয়োজনে এ প্যারেড অনুষ্ঠিত হবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘রিট্রিট সিরিমনি’ প্যারেডে বিজিবি-বিএসএফ এর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ দর্শনার্থী হিসেবে উপস্থিত থাকবেন।
১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেই ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর অংশ হিসেবে এ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।