রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ইইউ - Southeast Asia Journal

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ইইউ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ইইউ এর বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিয়েনতিন।

সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করে যাবে। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন ইইউ এর বিশেষ প্রতিনিধি।

গত শুক্রবার (পহেলা এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিকাব আয়োজিত আলোচনায় গ্যাব্রিয়েল ভিয়েনতিন এসব কথা বলেন।

উল্লেখ্য, ইইউ এর ইন্দো-প্যাসিফিক বিষয়ক এই বিশেষ দূত তিন দিনের সফরে বাংলাদেশে রয়েছেন।