খাগড়াছড়িতে অস্ত্রসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্যদের মাঝে সেনাবাহিনীর অর্থ বিতরণ
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের বৃহত্তর সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে শান্তিচুক্তি পরবর্তী অস্ত্রসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্য ও তাদের পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গত রবিবার (১০ এপ্রিল) অর্থ বিতরণ এ উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটরিয়ামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মোঃ জাহিদ হাসান’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও অস্ত্রসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্য শুভ মঙ্গল চাকমা এবং অস্ত্রসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্য রবি শংকর তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক মেজর মাসুদুর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৯২ জন অস্ত্রসমর্পণকারী শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।