ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫ - Southeast Asia Journal

ফিলিপাইনে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফিলিপাইনে গ্রীস্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে।  দুর্যোগ কবলিত বিভিন্ন গ্রাম থেকে আরো লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বেড়ে যায়। নতুন করে উদ্ধার করা লাশগুলো কাদামাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিল। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এতথ্য জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নিখোঁজদের সন্ধানে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস ও পুলিশ।

খবরে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির লেইতে প্রদেশ। সেখানকার চারটি গ্রামে দুর্যোগে প্রাণহানি সর্বোচ্চ। নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে কমপক্ষে ১৫ হাজার বাসিন্দাকে। দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাবার সংকট। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দেওয়া হচ্ছে সহায়তা।