বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী আজ - Southeast Asia Journal

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী আজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আজ বুধবার (২০ এপ্রিল) বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর ৫১তম শাহাদাৎবার্ষিকী। জাতির এই শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচরের বুড়িঘাটে পাকিস্তানী হানাদার বাহিনীর সাঙ্গে সম্মুখ সমরে মর্টার শেলের আঘাতে শহীদ হন।

তিনি ১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার সময় রাঙ্গামাটি সেক্টরে তৎকালীন ইপিআর বাহিনীতে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ডাক আসায় তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে এলাকায় চেঙ্গী নদীর তীরে মুক্তি বাহিনীর ওপর পাকহানাদার শত্রু বাহিনী ২টি লঞ্চ ও ৭টি স্পিট বোর্ড করে এসে আক্রমণ করে। এই সময় সঙ্গীদের বাঁচানোর জন্য সেখানে প্রাণপণ যুদ্ধ করে তিনি একাই শত্রু বাহিনীর তিনটি নৌযান ধ্বংস করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এই সময়ে হঠাৎ একটি মটারের গোলা এসে তাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেন।

এই মহান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের কাপ্তাই হ্রদের নির্জন দ্বীপে চিরশায়িত রয়েছেন। স্থানীয় দয়াল কৃষ্ণ চাকমা তার মরদেহ উদ্ধার করে তাকে এই দ্বীপে সমাহিত করেন।

১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার স্থানীয় এক মসজিদের ইমাম মুন্সি মেহেদি হাসান ও মুকিদুন্নেসার ঘরে জন্মগ্রহণ করেন বাঙালীর এই মহান যোদ্ধা।

মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে সরকার তাকে দেশের বীরশ্রেষ্ঠ খেতার প্রদান করে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান ২০ এপ্রিল সকালে মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা মিলনায়তনে তার স্মরণে বিশেষ মোনাজাত ও এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার আয়োজন করেছেন বলে জানান।