সংকটের মধ্যে সংকট আসছে, বিশ্ব ব্যাংকের সতর্কতা - Southeast Asia Journal

সংকটের মধ্যে সংকট আসছে, বিশ্ব ব্যাংকের সতর্কতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে খাদ্যদ্রব্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় একটি ‘মানব বিপর্যয়ের’ হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

তিনি বলেন, করোনা মহামারীর মতো খাদ্য সংকট বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষকে সবচেয়ে বেশি আঘাত করবে। কারণ তারা কম খাবে এবং স্কুলের মতো অন্য সব কিছুর জন্য অর্থও কম পাবে।

এক সাক্ষাৎকারে ম্যালপাস বলেন, বিশ্বব্যাপী খাদ্যের বিশাল মজুদ রয়েছে। প্রত্যেকের খাবার নিশ্চিত করতে রয়েছে পর্যাপ্ত খাদ্য। তবে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া স্থাপন করতে হবে। এটিই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

এ সময় বিশ্বব্যাংক প্রধান ম্যালপাস খাদ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্যে উন্নয়নশীল দেশগুলোর তাদের বৃহৎ মহামারী ঋণ পরিশোধের অক্ষমতাকে ‘সংকটের মধ্যে সংকট’ হিসেবে আখ্যা দেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে দরিদ্রতম দেশগুলোর ৬০ শতাংশ হয় ঋণের যন্ত্রণায় অথবা ঋণ সংকটে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।”

তিনি এসব দেশকে, বিশেষ করে যাদের টেকসইহীন ঋণ আছে, তাদেরকে ঋণের বোঝা কমাতে দ্রুত কৌশলগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।