ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে নারী-শিশুসহ গ্রেফতার ৪৪
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ও ভারতে যাতায়াতের সময় ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ও দুপুরে উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় ভারত থেকে আসার অপরাধে সীমান্তবর্তী মাটিলা গ্রাম থেকে ৩১ জন ও যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, গোপালগঞ্জ, রংপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।