বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - Southeast Asia Journal

বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৬ মে) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে.কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

এ সময় লে.কর্ণেল সাইফুল ইসলাম সুমন বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে সামনে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এ প্রক্রিয়ায় স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্বীপনা প্রদানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রয়াস দীর্ঘদিনের পুরোনো। এই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

যুব সমাজ যাতে বিপদের পথে পা না বাড়ায়, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখে তার জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ। এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জোন কাপের পরেই রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

এই সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. রিয়াজুল ইসলাম, খাগড়াছড়ি ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা ও যুগ্ম-সাধারণ সম্পাদক ধুমকেতু মারমাসহ ক্রীড়া অনুরাগীরা।

টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সায়ারে স্পোর্টং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে ঠাকুরছড়া জাগরণ ক্লাব।