আসামে বন্যায় মৃত্যু ৮, পানিবন্দি চার লাখ - Southeast Asia Journal

আসামে বন্যায় মৃত্যু ৮, পানিবন্দি চার লাখ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের আসাম রাজ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্ষা শুরুর আগে এমন দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন চার লাখের বেশি মানুষ। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে বুধবার (১৮ মে) সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম বৃহত্তম নদ ব্রহ্মপুত্রের পানি উপচে গত তিন দিনে রাজ্যটির দেড় হাজারেরও বেশি গ্রাম তলিয়ে গেছে। আজও বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।

আসামের পানি সম্পদমন্ত্রী পীযূষ হাজারিক বলেছেন, পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে।

ভারতের সেনাবাহিনী হোজাই জেলায় আটকে পড়া অন্তত দুই হাজার লোককে উদ্ধার করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

বন্যা পরিস্থিতির খবর জানতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এদিকে, আসামসহ প্রতিবেশী মেঘালয় রাজ্যে রেড অ্যালার্ট এবং উত্তর-পূর্বের বাকী রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।