প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দিয়ে বিদেশি মিশনগুলোতে চিঠি - Southeast Asia Journal

প্রবাসী আয় বাড়ানোর তাগিদ দিয়ে বিদেশি মিশনগুলোতে চিঠি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রবাসী আয়ের প্রবাহ ঠিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছে সরকার। এরই ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে অনাবাসী বাংলাদেশিদের প্রবাসী আয় বৈধ পথে পাঠানো উৎসাহিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, বুধবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে পাঠানো নির্দেশনায় বিদেশের বাংলাদেশ মিশনগুলো প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে কী কী ভূমিকা পালন করতে পারে তার উল্লেখ করা হয়েছে।

বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, যেসব অঞ্চল থেকে প্রবাসী আয় হয়ে থাকে, সেখানকার বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর অফিসগুলো নিয়মিত পরিদর্শন করে প্রবাসীদের সঙ্গে আরও পেশাদার আচরণ নিশ্চিত করা জরুরি। ওই ব্যাংকগুলো থেকে দৈনিক প্রবাসী আয় পাঠানোর তথ্য–উপাত্ত সংগ্রহের পাশাপাশি বাংলাদেশি গ্রাহকদের তালিকা সংগ্রহ করা উচিত বাংলাদেশের দূতাবাসগুলোর। পরে দূতাবাসের পক্ষ থেকে ব্যাংকের তালিকা দেখে ফোনে প্রবাসীদের বৈধ পথে প্রবাসী আয় দেশে পাঠানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে পারে। পাশাপাশি দূতাবাসের কাছে প্রবাসী বাংলাদেশিদের যে তালিকা রয়েছে, তা ব্যবহার করেও প্রবাসীদের আয় দেশে পাঠানোর বিষয়ে উদ্ধুদ্ধ করা যেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, প্রবাসী আয়ের বৈধ পথে প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বিশিষ্ট নাগরিক, মিশনের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটে রাষ্ট্রদূত কিংবা মিশনপ্রধানরা ভিডিও বার্তা প্রচার করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পাঠানো নির্দেশে বলা হয়েছে, মন্ত্রণালয় যেসব পদক্ষেপের কথা উল্লেখ করেছে, তার পাশাপাশি মিশন আরও পদক্ষেপ নিলে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত রাখা সম্ভব। মিশনগুলো প্রবাসী আয় বাড়ানোর বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা ১৫ জুন মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।