বান্দরবানের দূর্গম পাহাড় থেকে অবৈধ ভাবে দেশে আনা মায়ানমারের ১৭ টি গরু জব্দ - Southeast Asia Journal

বান্দরবানের দূর্গম পাহাড় থেকে অবৈধ ভাবে দেশে আনা মায়ানমারের ১৭ টি গরু জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমের দূর্গম পোয়ামুহুরী সীমান্তের দিয়ে মfয়ানমার থেকে অবৈধ ভাবে দেশে আনা ১৭ টি গরু জব্দ করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

আজ বুধবার (১৫ জুন) সকাল দশটায় এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ব্যাটালিয়ন ৫৭ বিজিবি। জব্দকৃত বর্তমানে আটক গরুগুলোর বর্তমান বাজার মূল ২২ লক্ষ ৯৫ হাজার টাকা।

জানা যায়, মিয়ানমার থেকে অবৈধ ভাবে বাংলাদেশে গরু চোরাকারবারিরা গরু আনার গোপন সংবাদ পেয়ে আলীকদম ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ৪০ জনের বিজিবির বিশেষ টইল দল মিরিংচর এলাকায় সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৭ টি মায়ানমারের গরু জব্দ করেন। বিজিবির অভিযানের বিষয়ে টের পেয়ে গরু রেখে পালিয়ে যায় গরু চোরাকারবারিরা।

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বলেন, জব্দ করা ১৭টি গরু বান্দরবান শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।