নেত্রকোনা সীমান্তে অবৈধপথে আসা ভারতীয় গরু আটক - Southeast Asia Journal

নেত্রকোনা সীমান্তে অবৈধপথে আসা ভারতীয় গরু আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারত থেকে আসা গরু ও মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে (১৫ জুন) বিজিবির-৩১ ব্যাটালিয়ন সদস্যরা লেংগুড়া সীমান্তে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬টি ভারতীয় গরু ও এক পিকআপ ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোট ৮ হাজার ৪৯২ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়।

বুধবার (১৫ জুন) নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জব্দ ১৬টি ভারতীয় গরুর মূল্য ১২ লাখ এবং বিস্কুটের মূল্য ১৭ লাখ ৩১ হাজার ২০০ টাকা উল্লেখ করা হয়। জব্দ ভারতীয় মালামাল নেত্রকোনা কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।