রাঙামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং - Southeast Asia Journal

রাঙামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ইতোমধ্যে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরে যেতে ২০টি আশ্রয়কেন্দ্রের তালিকা ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ জুন) রাতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সন্ধ্যা থেকে প্রশাসনের কর্মকর্তারা মাঠে আছেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে চার হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো রাঙামাটিতে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ধসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে পাহাড় ধসে ১২০, ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয় রাঙামাটিতে। ধসে যাওয়া স্থানেই বিপদ মাথায় নিয়ে বসতি করেছে নিম্নআয়ের মানুষ। গত পাঁচ বছরে এমন নতুন বসতি গড়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার।