খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মানুষ। বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে পড়েছে দীঘিনালার কমপক্ষে এক হাজার মানুষ। পানিবন্দি এসব মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
সোমবার (২০ জুন) বিকেলে দীঘিনালার বেতছড়ি, চোংড়াছড়ি ও মেরুং বাজার এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ।
খাদ্য সামগ্রী বিতরণকালে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নাজিম আহম্মেদ বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী দীঘিনালার মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় বন্যায় পানিবন্দি মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে।

খাদ্য সহায়তা হিসেবে দীঘানালার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের মাঝে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন, বিস্কিট ও পানি বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মজিদ।
খাগড়াছড়ি জেলা শহর ও দীঘিনালার মাইনি নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। মেরুং ইউনিয়নের চিটাগাংপাড়াসহ অন্তত ৫০টি বসতঘরে পানি প্রবেশ করেছে। বন্যা কবলিত লোকজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ আত্নীয়-স্বজনের বাসায়। একইসঙ্গে পানিতে তলিয়ে গেছে মেরুং বাজারের শতাধিক দোকান।