বান্দরবানে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

অন্যান্য সময়ের মতো এবার বান্দরবান রিজিয়নের পক্ষ হতে রিজিয়ন অধীনস্ত এলাকার দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি জনসাধারণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সকালে রিজিয়ন সদর দপ্তরে মানবিক সহায়তার অংশ হিসেবে ৬৫ জন অসহায় উপজাতি ও বাঙালি ব্যক্তি এবং বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষে এদিন এসব আর্থিক সহায়তা তুলে দেন রিজিয়নের জিএসও-২ ক্যাপ্টেন নাঈম পারভেজ।

এসময় জেএসও-২ (শিক্ষা) ক্যাপ্টেন ফয়সালসহ সামরিক পদস্থ কর্মকর্তা ছাড়াও উপকারভোগী ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত বেশ কয়েকজন অসহায় উপজাতি ও বাঙালি ব্যক্তি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানগণ আর্থিক সাহায্যের জন্য রিজিয়ন কমান্ডার বরাবর আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে এদিন ৬৫ টি পরিবারকে মোট ৩ লাখ ৪৫ হাজার নগদ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত বাঙালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি-ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।