বাঘাইছড়িতে বিজিবির বিদায়ী ও নবাগত জোন অধিনায়ককে উপজেলা পরিষদের সংবর্ধনা - Southeast Asia Journal

বাঘাইছড়িতে বিজিবির বিদায়ী ও নবাগত জোন অধিনায়ককে উপজেলা পরিষদের সংবর্ধনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়াকে বিদায় সংবর্ধনা ও নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ শরিফুল আবেদ এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া। উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী জোন অধিনায়ক ও নবাগত জোন অধিনায়ক এবং নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ শরিফুল আবেদ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, নব-নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, সাবেক পৌর মেয়র জাফর আলী খান, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, মারিশ্যা জোনের প্রতিনিধি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।