বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ৮টি বিদেশী ফিশিং ট্রলারসহ ১৩৫ ভারতীয় আটক - Southeast Asia Journal

বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ৮টি বিদেশী ফিশিং ট্রলারসহ ১৩৫ ভারতীয় আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণকালে হাতেনাতে ৮টি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। এসময় ফিশিং ট্রলারে থাকা ১৩৫ জন ভারতীয়কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সরকার কর্তৃক বঙ্গোপসাগরে গত ২০ মে থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সকল প্রকার সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

সরকারের সেই নিষেধাজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট (এমপিএ) নিয়মিত টহল প্রদান করছে। সেই টহলকালে গত সোমবার (২৭ জুন) নৌবাহিনীর এমপিএ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয় এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬ থেকে ৬০ নটিক্যাল মাইল (৬৭-১১১ কিলোমিটার) অভ্যন্তরে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ৮টি ভারতীয় ফিশিং ট্রলার ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে।

আটককৃত ক্রুসহ ফিশিং ট্রলারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।