পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দীপক চক্রবর্তী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।
২৯ এপ্রিল সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমা নাহার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ১লা ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৮৪ সংখ্যক প্রজ্ঞাপনমূলে দীপক চক্রবর্তীকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে বদলির আদেশ বাতিল করা হলো।
এ বিষয়ে দীপক চক্রবর্তী জানান, সরকারী সিদ্ধান্তে আমি পার্বত্য চট্টগ্রামের জনগনের উন্নয়নের জন্য কাজ করে যাবো।