“ফনি” মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটি - Southeast Asia Journal

“ফনি” মোকাবেলায় প্রস্তুত রাঙ্গামাটি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ২রা মে বৃহস্পতিবার ঘুর্নিঝড় “ফনি”র সতর্কতা সম্পর্কে সম্পুর্ন রাঙ্গামাটি সদরে মাইকিং করা হয়। এছাড়াও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এ উপলক্ষে জেলা প্রশাসক মো মামুনুর রশিদের সভাপতিত্বে “ফনি”র পুর্ব প্রস্তুতির লক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জানানো হয়, ইতিমধ্যে সদরের ৯টি ওযার্ডের মধ্যে ২১টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া দশ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জেলা প্রাশাসক জানান।

সভায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আসন্ন দুর্যোগ উপলক্ষে বিগত সময়ে গঠন করা দুর্যোগ প্রতিরোধ কমিটির সাথে বসা হবে।

পৌরসভার আওতাধীন ১২০টির মত স্থায়ী পাড়া কমিটি রয়েছে। তিনি আরো জানান, রঙ্গামাটি পৌরসভা আর কোন প্রানণাশের পুনরাবৃত্তি চাইবে না।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শংকর চন্দ্র পাল, জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এর সহকারী পরিচালক দিদারুল আলম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।

You may have missed