রোয়াংছড়িতে সেনা সদস্য কর্তৃক বাক-বিতন্ডতা ও কথিত মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন - Southeast Asia Journal

রোয়াংছড়িতে সেনা সদস্য কর্তৃক বাক-বিতন্ডতা ও কথিত মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়িতে ক্রিকেট খেলার মাঠে বল কুঁড়িয়ে আনাকে কেন্দ্র করে রোয়াংছড়ি ক্যাম্পের সেনা সদস্য মো: আজহার ও ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফারহানের সাথে স্থানীয় উপজাতি কিশোরদের বাক-বিতন্ডতা ও কথিত মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গনে মানব্বন্ধন শেষে সৈনিক মো: আজহার ও ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফারহানকে দ্রুত প্রত্যাহারের দাবিতে রোয়াংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের মাধ্যমে বান্দরবানের ২৭ বেঙ্গল জোন কমান্ডার বরাবরে দরখাস্ত জমা দেয়া হয়।

সূত্রে জানা যায় ,গত বুধবার বিকাল প্রায় ৫টা দিকে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে ছাত্ররা বল খেলা খেলে একই মাঠে অপর দিকে আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট সহ সেনা সদস্যরা ক্রিকেট খেলে। এসময় ক্রিকেট বল বাইরে ছিটকে পড়লে মাঠে থাকা ছাত্রদেরকে বল কুঁড়িয়ে আনাকে কেন্দ্র করে ছাত্রদের সাথে সেনাসদস্যদের বাক-বিতন্ডতা হয়।

You may have missed