পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ সম্প্রসারণ প্রকল্প, বাস্তবায়ন নিয়ে শঙ্কা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য তিন জেলায় মাছের উৎপাদন ও স্থানীয় পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর মানোন্নয়নের লক্ষ্যে ২০২০ সালে একনেক সভায় একটি মেগা প্রকল্পের অনুমোদন দেয় সরকার। প্রকল্পটি ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ সম্প্রসারণ প্রকল্প (ক্রিক)’ নামে তিন পার্বত্য জেলায় কার্যক্রম শুরু হয়েছে। তবে চার বছর মেয়াদি এ প্রকল্পের দুই বছর অতিক্রম হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ১১৮ কোটি টাকার প্রকল্পটি থেকে দুটি অর্থবছরে ব্যয় করা হয়েছে মাত্র ১০ কোটি ৪ লাখ টাকা। বাকি দুই অর্থবছরে ব্যয় করতে হবে প্রায় ১০৮ কোটি টাকা। তাই নির্ধারিত সময়ে প্রকল্পের যথাযথ বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গতকাল দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানা গেছে। প্রেস কনফারেন্সে প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন জানান, ১১৮ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির দুই অর্থবছর শেষ হয়েছে। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে ৩ কোটি ৮৪ লাখ টাকা ও ২০২১-২২ অর্থবছরে ৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। করোনা মহামারীর জন্য প্রকল্পকাজ কিছুটা স্থিতিশীল হয়ে গিয়েছিল, তবে আমরা আশা করছি, আগামী দুই বছরের মধ্যে শেষ করা যাবে। না হলে হয়তো প্রকল্প মেয়াদ বাড়াতে হতে পারে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের জন্য নেয়া ১১৮ কোটি টাকার চার বছর মেয়াদি প্রকল্পটির দুই বছরের কার্যক্রম হতাশাজনক। আগামী দুই বছরে বাকি অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন অনেকটাই অসম্ভব।
গতকাল সকালে ২৩-২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে জেলা মৎস্য অধিদপ্তর।
এতে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন বোর্ড (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙ্গামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন মিয়াসহ অনেকে।
এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হয়েছে ২৩ জুলাই স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে। আজ মৎস্য সপ্তাহের মূল আয়োজন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভযাত্রা, আলোচনা সভা, সুফলভোগী চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ এবং সফল চাষীদের পুরস্কৃত করা। আগামী শুক্রবার জেলা অফিসে মৎস্য সপ্তাহের মূল্যায়নের মধ্য দিয়ে এবারের মৎস্য সপ্তাহ শেষ হবে।