মশাবাহিত রোগ প্রতিরোধে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মশারি বিতরণ - Southeast Asia Journal

মশাবাহিত রোগ প্রতিরোধে খাগড়াছড়িতে সেনাবাহিনীর মশারি বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ম্যালেরিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রার্দুভাব থেকে রক্ষার জন্য সেনাবাহিনীর উদ্যোগে দূর্গম পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মশারি বিতরণ করা হয়েছে।

শনিবার(২৩ জুলাই) বিকেলে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোনে এই মশারি বিতরণ করা হয়।

দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে এ মশারি বিতরণ করেন।

এ সময় দীঘিনালা উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার অসহায় গরীব পাহাড়ি এবং বাঙালি ১৫০ পরিবারের মাঝে একটি করে উন্নতমানের মশারি বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল রুম্মন পারভেজ বলেন, পাহাড়ে মশা বাহিতরোগ ম্যালেরিয়াসহ নানা অন্যান্য রোগের প্রাদুর্ভাব রয়েছে। তই সেনাবাহিনীর মশারি বিতরণের উদ্যোগ।

তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে আমরা মানবসেবায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।