ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন - Southeast Asia Journal

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং এর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামীলীগ।

রবিবার স্থানীয়দের সহায়তায় বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা, ইউপি চেয়ারম্যান কর্তৃক অবৈধভাবে সরকারী সম্পত্তি ভোগদখল, অর্থ-আত্নসাৎ, বিভিন্ন প্রকল্পের বিনিময়ে মোটা অংকের অর্থ আদায়, দরিদ্র নারীদের সঞ্চয় হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংমং থোয়াই মার্মা, সাংগঠনিক সম্পাদক উক্যচিং মারমা, মুরুংগো সাংগঠনিক শাখার সভাপতি মংক্যচিং মারমা, মহিলা আওয়ামীলীগ সভাপতি থুইন প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।