বিআরটিসি বাসে হামলার অভিযোগে মামলা - Southeast Asia Journal

বিআরটিসি বাসে হামলার অভিযোগে মামলা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম-আলীকদম সড়কে সরকারী পরিবহণ সংস্থা বিআরটিসির বাস চালু হবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে গাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গাড়ি চালক মোঃ শাহীন হালদার (২৯) কর্তৃক চকরিয়া থানায় দায়ের করা মামলার এজহার সূত্র জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রাম হতে আলীকদম বাস সার্ভিস চালুর মাত্র ৫ ঘন্টার মাথায় সকাল ৮টায় ঢাকা মেট্রো-ব- ১১৬৭৩৯ বাসটি চকরিয়া বাস টার্মিনালে পৌঁছালে স্থানীয় রফিক ও আবু বকরের নেতৃত্বে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী বিআরটিসি গাড়ির গতিরোধ করে চালক শাহীন, হেলপার শাওন ও ইলিয়াসকে মারধর ও গাড়ির সামনে-পেছনের গ্লাস ভাংচুর করে।

বিআরটিসির প্রতিনিধি শুভ জানান, চট্টগ্রাম-আলীকদম রুটে বাস চালুর জন্য গত ১২ এপ্রিল উদ্বোধনের দিন ঠিক করা হলেও একটি কুচক্রী মহলের কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি। অবশেষে চকরিয়ায় তাদের ১ম গাড়িতে হামলা চালানো হলো।

তিনি জানান, বর্তমানে বাস সার্ভিসটি বন্ধ থাকলেও শীঘ্রই তা চালু করা হবে।