ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের দালালসহ আটক ২৯
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ ২৯ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৭ জুলাই) ভোরে সীমান্তের কানাইডাঙ্গা, বটতলা ও জুলুলী এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য জানিয়েছে।

আটকদের বাড়ি বরগুনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলায়। তাদের মধ্যে ছয় নারী, তিন শিশু ও ২০ পুরুষ রয়েছে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে কিছু মানুষ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় পাঠানো হয়েছে।