খাগড়াছড়ির দীঘিনালায় পিসিপির কাউন্সিল সম্পন্ন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজে পিসিপির কলেজ ও থানা শাখার কাউন্সিল এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে আয়োজিত আলোচনা সভায় দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ পিসিপির সভাপতি রিটেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জীবন চাকমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমর কান্তি চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা, সাধারণ সম্পাদক রহেল চাকমা, পিসিপির খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার নেতা বাবু চাকমা, দীঘিনালা সরকারি কলেজ পিসিপির নেতা পলেন চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সুবরন চাকমা প্রমুখ।

আলোচনা সভার পর দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ পিসিপির কমিটিতে সভাপতি পদে ঝিমিত চাকমা, সাধারণ সম্পাদক পলেন চাকমা এবং নিশান চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
এ সময় পিসিপির থানা কমিটিতে সুমন চাকমাকে সভাপতি, লিসা চাকমাকে সাধারণ সম্পাদক এবং জিয়ান চাকমা সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।