সীমান্ত সুরক্ষায় ২০ বছর অতিক্রম করলো ৪৩ বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
২০০২ সালের ১লা আগস্ট বিজিবি সেক্টর সদর দপ্তর চট্টগ্রামের হালিশহরে আত্নপ্রকাশের পর সীমান্ত সুরক্ষার দায়িত্বে ২০ বছর অতিক্রম করলো বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
প্রতিষ্ঠার পর নওগাঁসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে ব্যাটালিয়নটি।

২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকেই পুরো রামগড় ব্যাটালিয়ন জুড়ে ছিলো সাজ সাজ রব। দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাতসহ ব্যাটালিয়নের পক্ষ হতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এদিন। দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাদ ফজর ব্যাটালিয়ন সদরের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর ব্যাটালিয়ন অধিনায়কের উপস্থিতিতে সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে পতাকা উত্তোলনসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কার্যক্রম।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান এর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজ শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ব্যাটালিয়নের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ আব্দুল মালেক, পলাশপুর জোন অধিনায়ক (৪০ বিজিবি) লেঃ কর্ণেল সোহেল আহমদ, যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম মঞ্জুরুল কবির, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাশেদুজ্জামান রাশেদ, রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, সেনা ও বিজিবির পদস্থ কর্মকর্তা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, ব্যাটালিয়ন অধিনস্ত এলাকার ইউপি চেয়ারম্যানগণ, রামগড়ের সরকারী-বেসরকারী সকল দপ্তর প্রধানগণ, ব্যাটালিয়ন অধিনস্ত রামগড় ও ফটিকছড়ির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিকেলে ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
