বান্দরবানে বিদেশি পর্যটকদের ভ্রমণ সুবিধার্থে সফটওয়্যার
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানে বিদেশি পর্যটক ভ্রমণের সুবিধার্থে জেলায় ভ্রমণ অনুমোদনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে ওয়েব-বেইজড সফটওয়্যার তৈরি করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ সাদেক, জোন উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ২০১৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার্কুলার জারির পর থেকে পার্বত্য এলাকা ভ্রমণে বিদেশিদের জেলা প্রশাসক থেকে অনুমোদন নিতে হয়। এটা আগে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হতো। সময় লাগতো ৫-৬ দিন। বর্তমানে সফটওয়্যারটিতে ১০ মিনিটেই কাজটি সম্পন্ন করা যাবে।
