জাতীয় শোক দিবস উপলক্ষে রুমায় সেনাবাহিনী আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
 
                 
নিউজ ডেস্ক
জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ আগস্ট) বান্দরবানে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় চিত্রঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সহ রুমা উপজেলায় নয়টি সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১শত তিন জন ছাত্র/ ছাত্রী অংশ গ্রহন করে।
অংশ গ্রহনকারীরা জাতীয় পতাকা, গ্রামীন জীবনের বৈচিত্র্য, পাহাড়ের ঝিড়ি ঝর্নাসহ বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশ করেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন অধিনায়ক লে. কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা, উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান, মেজর বদরুল ইসলামসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা।
