লংগদুতে কার্ড প্রতি কম দেওয়া গুচ্ছগ্রামের চাল পুনরায় বিতরণ
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি জেলার লংগদুতে গুচ্ছগ্রামের চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুনরায় গুচ্ছগ্রামের কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে লংগদু উপজেলা খাদ্য গুদাম হতে উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের আওতায় উপজেলাস্থ কালাপাকুইজ্জা গুচ্ছগ্রাম এর ৩০১ পরিবারের কার্ডের ডিও বরাদ্ধের কমতি চাল হিসেবে প্রত্যেক কার্ডধারীকে ৪০ কেজি হারে মোট ১২ টন ৪০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় লংগদু উপজেলা চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান মো: আ: বারেক সরকার, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মো: মোস্তফা মিয়া সহ গুচ্ছগ্রামের সভাপতি, সম্পাদক, খাদ্য গুদামের ওসি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল কালাপাকুজ্জা গুচ্ছগ্রামের প্রজেক্ট চেয়ারম্যান মোঃ রজব আলীর নেতৃত্বে লংগদু খাদ্য গুদামে ৩০১ জন কার্ডধারী ২২০ কেজি চাল প্রাপ্য থাকলেও প্রত্যেককে ১৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। ফলে ৩০১ জনের প্রত্যেকে ৪০ কেজি করে চাল কম পেয়েছিল। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগীরা লংগদু সেনা জোন, উপজেলা প্রশাসন এবং লংগদু থানাকে অবগত করার পর তদন্তে চাল কম দেওয়ার তথ্য বেরিয়ে আসে। অত:পর লংগদু জোনের তত্ত্ববধানে গুচ্ছগ্রামের সভাপতি-সম্পাদককে কম দেওয়া চাল গ্রহীতাদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহযোগীতায় আজ ভুক্তভোগীদের কম দেওয়া চাল বিতরণ করা হয়।