সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়স্থ ভারত সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।
গত ২৮ আগষ্ট মধ্যরাতে উপজেলার ছোটখেদা এবং আজ ২৯ আগষ্ট বিকেলে ফেনী নদীরকুল, কলাবাগন নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব ঔষধ ও মদ জব্দ করতে সক্ষম হয়।
সূত্র জানায়, আজ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মহামুনি বিওপির ফেনী নদীরকুল, কলাবাগন নামক স্থান হতে মালিকবিহীন ১হাজার ১শত ৯০ কৌটা ভারতীয় ঔষধ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য-৮ লক্ষ ৩৩ হাজার টাকা।

এর আগে, গতকাল ২৮ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির ছোটখেদা নামক স্থান হতে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজর মূল্য ১৮ হাজার টাকা।
জব্দকৃত ভারতীয় ঔষধ সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা ও ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করার পর পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানায় বিজিবি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন- ‘সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।’
