টেকনাফে আনসার আল ইসলামের সদস্য সন্দেহে গ্রেপ্তার ১
![]()
নিউজ ডেস্ক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে কক্সবাজারের টেকনাফ থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হামিদুল হক (৩৫)।
শনিবার সন্ধ্যায় টেকনাফের খোনখারপাড়ার পশ্চিম সৈকত এলাকা থেকে হামিদুল হককে গ্রেপ্তার করা হয়।
হামিদুল হকের বাড়ি টেকনাফ পৌরসভার অলিয়াবাদ গ্রামে। তিনি উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য বিভাগের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে গ্রেপ্তারের অভিযানের সময় আরও ৩ থেকে ৪ জন পালিয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
রোববার দুপুরে হামিদুল হককে গ্রেপ্তার দেখিয়ে টেকনাফ থানায় সোপর্দ করে র্যাব। পরে তাঁকে বিকেলে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, হামিদুল ও তাঁর সহযোগীরা টেলিগ্রামে ৩১জনের একটি গ্রুপ পরিচালনা করে। সেখানে তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে, সরকার বিরোধী বিভিন্ন লেখা সবাই মিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। মেসেঞ্জারেও তাদের আরেকটি গ্রুপ ছিল। গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্যকে থানায় হস্তান্তরের বিষয়টি স্বীকার করে টেকনাফ মডেল থানার ওসি বলেন, ‘হামিদুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাদের গ্রুপটি ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।’