তুমব্রু সীমান্ত থেকে আটক ২
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপার থেকে চোরাচালানের সময় দুই জনকে আটক করেছেন কক্সবাজারের বিজিবি সদস্যরা। ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ নিশ্চিত করেছেন। তবে তারা বাংলাদেশি নাকি রোহিঙ্গা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
মঙ্গলবার (৪ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বান্দরবানের ঘুমধুম তুমব্রু সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, বিজিবি বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেনি। তাই আটকরা বাংলাদেশি নাকি মিয়ানমারের নাগরিক তা নিশ্চিতভাবে বলতে পারছি না। এটা প্রশাসন বুঝবে।
আটকের বিষয়ে জানতে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
