সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১১ অক্টোবর) আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুল, জাহানাবাদ সেনানিবাস খুলনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।
আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ৩১৬ জন রিক্রুট দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো।
অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট ইসমাইল জবিউল্লাহ, ২য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট মোঃ হাসান আলী এবং ৩য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম’কে প্রধান অতিথি ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে জাহানাবাদ সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
