বাঘাইছড়িতে নকল এসএমজিসহ সামরিক পোশাক উদ্ধার - Southeast Asia Journal

বাঘাইছড়িতে নকল এসএমজিসহ সামরিক পোশাক উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্ল্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এসএমজি এক সেট সামরিক বুট ও জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ।

১৫ মে বুধবার ভোরে এই অভিযান চালায় পুলিশ। এসময় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। বাঘাইছড়ি থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ মে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা লাইল্ল্যাঘোনা এলাকায় একটি বাড়ীতে অভিযান পরিচালনা করি এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বিত্তরা পালিয়ে গেলেও অস্ত্রটি পুকুরে ফেলে রেখে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় কাঠ ও লোহার মিশ্রনে তৈরি নকল এসএমজি, বুট ও জ্যাকেট উদ্ধার করি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডাইরি করেছে। তদন্ত করার পর বলা যবে
কে বা কাহারা এই ঘটনায় সাথে জড়িত।