রাঙ্গামাটিতে অস্ত্রসহ প্রসীত পন্থি ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক
![]()

নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অস্ত্রসহ প্রসীত পন্থি ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক করেছে যৌথবাহিনী।
সকালে যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপিডিএফ’র কালেক্টর মিশন চাকমা (২৫)কে অস্ত্রসহ আটক করেছে।
যৌথবাহিনী সূত্রে থেকে জানা যায়, বৃহস্পতিবার দিববাগত রাতে যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামলে জেলা সদরের মানিকছড়ি এলাকার দেপ্পাছড়ি গ্রামে চাঁদা আদায়কালে মিশন চাকমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত মিশন চাকমা ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের কালেক্টর বলে জানা যায়।
রাতে মিশন চাকমাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নিশান চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।