নৌ-দূর্ঘটনায় নিখোঁজ সাবেক উপমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার - Southeast Asia Journal

নৌ-দূর্ঘটনায় নিখোঁজ সাবেক উপমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

শুক্রবার বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইচছড়ি এলাকায় দুটি ট্রলার বোটের সংঘর্ষে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া উত্তম কুমার দেওয়ানের লাশ ২৩ ঘন্টা পর আজ শনিবার (১৮মে) সকালে ভেসে উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গতকাল রাঙামাটির ফায়ার সার্ভিস কর্মী ও চট্টগ্রাম থেকে ডুবুরী এনে দিনভর উদ্ধার অভিযান চালিয়েও লাশ উদ্ধার করা সম্ভব না হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায়।

বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা জানান, ২৩ ঘন্টা অপেক্ষা করার পর পানিতে তলিয়ে যাওয়া উত্তম কুমার দেওয়ানের লাশ আজ সকালে ভেসে উঠেছে। আজ বিকালে তার গ্রামের বাড়ির শশ্মানে দাহ সম্পন্ন করা হবে।

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উত্তম কুমার দেওয়ানের লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। গতকাল নিখোঁজ হওয়ার পরে একটা জিডি করা হয়েছিল।