খাগড়াছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দুস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি।

রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির খেদাছড়া ব্যাটালিয়ন উপ-শাখার সাধারণ সম্পাদক তাসনিয়া সুলতানা। তিনি ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদের স্ত্রী।

jagonews24

শীতবস্ত্র বিতরণকালে তাসনিয়া সুলতানা বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সবসময়ই দুস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও মানবিক এ কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

প্রথম দিনে খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লার দুই শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

jagonews24

শীতবস্ত্র পেয়ে খেদাছড়ার আমবাগান এলাকার বাসিন্দা মেরে ভানু বলেন, এ কম্বল আমাকে শীতে ভালো রাখবে।

পূর্ব খেদাছড়ার ষাটোর্ধ অমর চাকমা বলেন, প্রতি বছর শীতে বিজিবি গরিব লোকদের কম্বল দেয়। এবারও দিয়েছে।