নেত্রকোনায় দেড় লাখ ভারতীয় রুপিসহ তরুণ গ্রেফতার
 
                 
নিউজ ডেস্ক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপিসহ সজীব মিয়া (২১) নামে এক চোরাকারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ লাখ ৫২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
পরে রাতেই লেংগুরা বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। সোমবার দুপুরে পুলিশ ওই মামলায় সজীব মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। তিনি উপজেলার লেংগুরা ইউনিয়নের চৈতানগর গ্রামের হুমায়ন কবিরের ছেলে।
লেংগুরা বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, বিজিবিকে ফাঁকি দিয়ে কৌশলে চোরাকারবারিরা দেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি সংগ্রহ করে ভারত থেকে বিভিন্ন মালামাল কিনে চোরাচালান করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় কাঁঠালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। এসময় তার দেহ তল্লাশি করে ১ লাখ ৫২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক খোকন কুমার সাহা বলেন, মামলায় গ্রেফতার দেখিয়ে সজীব মিয়াকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
