জুয়েলকে সভাপতি, রামভাইকে সম্পাদক করে পিসিপির কেন্দ্রীয় কমিটি গঠন - Southeast Asia Journal

জুয়েলকে সভাপতি, রামভাইকে সম্পাদক করে পিসিপির কেন্দ্রীয় কমিটি গঠন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

জুয়েল চাকমাকে সভাপতি ও রামভাই পাংখোয়াকে সাধারণ সম্পাদক করে আবারো ৩১ সদস্য বিশিষ্ট পিসিপির নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সংগঠনটির কাউন্সিল উপলক্ষ্যে সোমবার বিকেলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সাবেক সাংসদ ও জেএসএস’র কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার।

পিসিপির সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন ফ্রিন্স, বিশিষ্ট সাহিত্যক শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, বাংলাদেশ মৈত্রী সংসদ সভাপতি আলাউদ্দিন, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।