রাজস্থলিতে যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল - Southeast Asia Journal

রাজস্থলিতে যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলি উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি ক্যহলা চিং মারমা কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গামাটি জেলা যুবলীগ।

সোমবার রাঙ্গামাটি জেলা যুবলীগের নেতৃত্বে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল থেকে জেএসএস কতৃক হওয়া নির্মম হত্যাযজ্ঞের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করতে প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।

মিছিলে বক্তারা পাহাড়ের অবৈধ জঙ্গিগোষ্ঠী হিসেবে পরিচিত জেএসএস এবং ইউপিডিএফ’কে নিষিদ্ধকরনের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

জেলা যুবলীগ কতৃক আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, রাঙ্গামাটির সদর উপজেলার চেয়ারম্যান রোমান, ছাত্রলীগের জেলা সভাপতি আব্দুর জব্বার সুজনসহ যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত, গত ১৮ই মে দিবাগত রাত ১টায় সশস্ত্র সন্ত্রাসীরা বাসায় এসে ক্যহলা চিং মারমাকে গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।