পাহাড়ের মানুষ শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়- উষাতন তালুকদার
 
                 
নিউজ ডেস্কঃ
পাহাড়ের মানুষ শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন চায় মন্তব্য করে রাঙ্গামাটির সাবেক সাংসদ ও জেএসএস’র কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার বলেছেন, পাহাড়ে শুধু রাস্তা ঘাট ও ব্রিজ উন্নয়ন করলে হবে না আগে মানব সম্পদ উন্নয়ন করতে হবে। তাহলেই পাহাড়ের শান্তির বাতাস আবার ফিরে আসবে।
তিনি বলেন, গণতান্ত্রিক ইউপিডিএফ, জেএসএস সংস্কারসহ পাহাড়ের যতগুলো আঞ্চলিক সংগঠন আছে, সবাইকে এগিয়ে এসে শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। তাহলে সরকার শান্তিচুক্তি বাস্তবায়ন করতে বাধ্য হবে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার
রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন ফ্রিন্স, বিশিষ্ট সাহিত্যক শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, বাংলাদেশ মৈত্রী সংসদ সভাপতি আলাউদ্দিন, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
