লংগদুতে নিরাপত্তাবাহিনীর অভিযানে এলজিসহ জেএসএস (সন্তু)’র চাঁদাবাজ আটক - Southeast Asia Journal

লংগদুতে নিরাপত্তাবাহিনীর অভিযানে এলজিসহ জেএসএস (সন্তু)’র চাঁদাবাজ আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি জেলার লংগদুর রাঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে সোনাগাজী চাকমা(৪৭) নামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র এক চাঁদাবাজকে একটি এলজি পিস্তলসহ আটক করেছে নিরাপত্তাবাহিনী।

জানা যায়, লংগদুর ভাষান্যাদম ও গুলশাখালী এলাকায় অবৈধ চাঁদা আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে সোনাগাজী চাকমাকে এলজি পিস্তলসহ আটক করা হয়। আটককৃত সোনাগাজী লংগদুর দোজরপাড়ার মৃত মুক্তা কিশোর চাকমার ছেলে বলে জানা গেছে।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত চাঁদাবাজকে অস্ত্রসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াদীন রয়েছে।