বিভাগীয় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার লংগদুর রঞ্জন কুমার - Southeast Asia Journal

বিভাগীয় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার লংগদুর রঞ্জন কুমার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটির লংগদুর থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সমান্ত বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরষ্কার পেয়েছেন।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় চট্টগ্রাম বিভাগে এপ্রিল-২০১৯ মাসের কর্ম দক্ষতায় রাঙামাটি পার্বত্য জেলার লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সমান্ত কমিউনিটি পুলিশিং এ উল্লেখযোগ্য অবদান রাখায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হন।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক’র কাছ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারের সম্মাননা স্মারক গ্রহণ করেন লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সমান্ত।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবুল ফয়েজ, রাঙামাটি জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর প্রমুখ।