খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষাসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়নের (৪২ বিজিবি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে (বৃহস্পতিবার) রামগড় ব্যাটালিয়ন সদরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

এসময় রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদসহ ব্যাটালিয়ন অধিনস্ত চট্টগ্রামের করেরহাট, হেয়াকো ও খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি-সম্পাদক, অত্র অঞ্চলের গণমাধ্যমকর্মীসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায়, সড়ক দূর্ঘটনা হ্রাস, যানবাহনে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া আদায়, আঞ্চলিক সশস্ত্র দলগুলোর চাঁদাবাজি প্রতিরোধে করণীয়, যানবাহনে চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন বন্ধে করণীয় সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।