বান্দরবানে বিজিবির অভিযানে ৩০টি বার্মিজ গরু ও পাঁচটি ডাম্পার গাড়িসহ ৫ চোরাকারবারি আটক
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০টি বার্মিজ গরু ও ৫টি ডাম্পার গাড়িসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ফুলতলী বিওপি এবং তীরেরডিবা বিজিবি ক্যাম্পের টহল দল কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ৩০টি বার্মিজ গরু এবং ডাম্পার গাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় মূল্য ৭৫ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে ধারাবাহিকতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও সীমান্তে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
বিজিবি আরো জানায়, আটককৃত গরু, ডাম্পার গাড়ি এবং আসামি চকরিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।