জুরাছড়ির দুর্গম পাহাড়ে সেনা বাহিনীর চিকিৎসা সেবা ও প্রীতিভোজ - Southeast Asia Journal

জুরাছড়ির দুর্গম পাহাড়ে সেনা বাহিনীর চিকিৎসা সেবা ও প্রীতিভোজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা ও স্থানীয়দের সাথে প্রীতিভোজনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ।

বৃহস্পতিবার জুরাছড়ির মৈদং ইউনিয়নের আমতলা এলাকায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত এর দিকনির্দেশনায় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক এর নেতৃত্বে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয় ।

এ সময় ৮৩ জন শিশু, বৃদ্ধ ও নারীকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান করা হয়। পরে এলাকাবাসীদের সাথে সম্প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় কারবারি দয়ারঞ্জন চাকমা বলেন, সেনাবাহিনী প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান এমন মানবিক কার্যক্রম প্রশংসনীয়। এলাকাবাসী ঘরের দুয়ারে এমন সেবা পেয়ে খুশি হয়েছে।

জোন উপ-অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি-সম্প্রীতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি সন্ত্রাসী দল অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, নিরিহ পাহাড়িদের অপহৃরণের মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ জনগোষ্ঠীর জীবন দুর্বিষহ করে তুলেছে। তাদের প্রতিরোধে সামাজিক ভাবে গণসচেতনতা তৈরী করে আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।