মহালছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে শীতবস্ত্র নিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
সকালে (বৃহস্পতিবার) উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বিহারপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে আর্থিক সহায়তা ও পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া।
জানা যায়, সকালে সেনাবাহিনীর মহালছড়ি জোন আওতাধীন উল্টাছড়ি ইউনিয়নের বিহারপাড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ টহল চলাকালীন প্রত্যন্ত এলাকায় সম্পূর্ণ রূপে আগুনে পুড়ে যাওয়া একটি ঘর খুঁজে পায়। পরবর্তীতে জানা যায়, প্রায় এক সপ্তাহ পূর্বে অগ্নিকান্ডে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাড়ির মালিক গৃহহীন হয়ে পড়ে। এমতাবস্থায়, তীব্র শীতে উক্ত পরিবারের সদস্য শীত নিবারনের উদ্দেশ্যে মহালছড়ি জোন কর্তৃক আর্থিক শীতবস্ত্র বিতরণ ও পরিবার প্রধানের হাতে অনুদান তুলে দেয়া হয়।
এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয় এবং তিনি ঘরটি পুনঃনির্মাণের আশ্বাস প্রদান করেন। মহালছড়ি জোনের এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
বাংলাদেশ সেনাবাহিনীর এই ক্ষুদ্র প্রচেষ্টা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করে জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া জানান, পাহাড়বাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মাুনষের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এমন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।