বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত - Southeast Asia Journal

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতির অংশ হিসেবে, সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে বেনাপোলের গাতীপাড়ার কামারবাড়ী বিজিবি পোস্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় বিএসএফ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের তেরঘর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হরেন্দ্র সিং কুমার সহ পাঁচজন প্রতিনিধি বৈঠকে যোগ দেন। এ সময় বিজিবির পক্ষে যোগ দেন খুলনা সেক্টরের কমান্ডার, লে. কর্নেল তানভীর রহমান পিএসসি সহ পাঁচজন প্রতিনিধি।

বৈঠকে সীমান্ত পথে অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। লে. কর্নেল তানভীর রহমান, জানান, সীমান্ত বৈঠক শেষে সন্ধ্যায় বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফিরে যায়।