সাজেক ভ্রমণে যাওয়ার সময়সূচি পাল্টালো - Southeast Asia Journal

সাজেক ভ্রমণে যাওয়ার সময়সূচি পাল্টালো

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইহাট থেকে পর্যটন কেন্দ্র সাজেকে গাড়ি ছাড়ার সময় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে।

সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন অধিনায়কের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানি উল রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাজেকের কটেজ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের যাওয়ার সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকালের সময় ৩টার পরিবর্তে ২টা নির্ধারণ করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের অবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।